প্রিয় সদস্য, লেখক ও পাঠকবৃন্দ,
লেখক ও পাঠক মঞ্চ জলফড়িং -এর মডারেশনে নিম্নলিখিত নীতিগুলি মেনে চলা হবে এবং ব্যবহারকারীকেও তা মানতে হবে।
১) গল্প।কবিতা লেখার মাধ্যম বাংলা , বাংলা ব্যতিত অন্য যে কোন ভাষার লেখা গ্রহণযোগ্য হবে ।
২) জলফড়িং - বেশ কিছু বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। ভারতীয় ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, ও অসাম্প্রদায়িকতার
মতো বিষয়গুলিকে কটাক্ষ কিংবা আক্রমণ করে লেখা যে কোন গল্প কিংবা কবিতা প্রকাশিত হবে না।
৩) জলফড়িং - এর সদস্য হিসেবে একে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকা কাম্য কোন সদস্য আক্রান্ত বোধ করলে তাঁর করা অভিযোগের ভিত্তিতে।অভিযোগ ছাড়া মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন। উপরন্তু সদস্যপদ বাতিল করা হতে পারে।
৪) কপিরাইট লঙ্ঘন করে, এমন কোন উপাদান জলফড়িং-ধারণ কিংবা প্রকাশ করতে সম্মত নয়। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করা প্রয়োজন।
৫) জলফড়িং-এ স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট জলফড়িং-কর্তৃপক্ষ মুছে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।
৬) মডারেটররা তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নিয়ে এই নীতিমালা প্রয়োগ করতে পারেন।
৭ ) আমাদের সোসাল মিডিয়া সাইডে অন্য কোনো লিংক শেয়ার করা যাবে না । আমরা আপত্তিকর কিছু মনে করলে তা মুছে দেয়ার সর্ব সত্য জলফড়িং গ্রুপের থাকবে ।
৭ ) আমাদের সোসাল মিডিয়া সাইডে অন্য কোনো লিংক শেয়ার করা যাবে না । আমরা আপত্তিকর কিছু মনে করলে তা মুছে দেয়ার সর্ব সত্য জলফড়িং গ্রুপের থাকবে ।
জলফড়িং-এ ভারতীয় অভ্যুদয়, এ দেশের ইতিহাস ও ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক উদারচিন্তার প্রতি শ্রদ্ধাশীল। সম্মানিত লেখক ও পাঠকদেরকে জলফড়িং-এর মূল উদ্দেশ্য ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অসাধারণ সব গল্প-কবিতা ও লেখায় জলফড়িং এর অঙ্গন পরিপূর্ণ করে তোলার আহবান জানাই। আপনাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রচেষ্টাকে সফল করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন