ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

আমার সম্পর্কে

'জলফড়িং' কোনো কাঁটাতার না মেনেই  সাহিত্যের ওয়েব ম্যাগাজিন। সাহিত্য মানে সব ভাষার সাহিত্য শুধু বাংলাতেই লেখা নেওয়া হবে এমনটা নয়।
২০১৭ সালের ১৫ ই নভেম্বর এই ওয়েব ম্যাগের জন্মদিন অর্থাৎ এই দিনকেই জন্ম হয় 'জলফড়িং'-র।

♦ জলফড়িং রাজনৈতিকতা আর সাম্প্রদায়িকতার বিরোধীতা করে এবং এখানে ছাপানো সমস্ত লেখার দায়ভার কবির নিজের ও মন্তব্যের দায়ভার মন্তব্যকারির নিজেস্ব, জলফড়িং-র নয়।

♦কী কী করে জলফড়িং?♦

১। প্রত্যেক মাসেই এখানে লেখা নেওয়া হয় অর্থাৎ মাসিক সংখ্যা হয় জলফড়িং-এ। তবে মাসিক সংখ্যায় বিষয় রাখা হয় আর সেই বিষয়ের ওপরই কলম ধরেন লেখক/লেখিকারা।

তাহলে নতুন যারা মাসিক সংখ্যায় লিখতে চাই তারা কীভাবে লেখা পাঠাবে?

--- সেটা দেখতে গেলে অর্থাৎ মাসিক সংখ্যার নোটিশ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক গ্রুপ 'জলফড়িং-র তক্তাপোশে' ( নীচে তার লিঙ্ক দেওয়া হলো)

★  https://www.facebook.com/groups/1713704562033390/

২.) জলফড়িং আকস্মিক সংখ্যা করে, আকস্মিক মানে বুঝতেই পারছেন আকস্মিক অর্থাৎ হঠাৎ করেই লেখা চাওয়া হয়। এই সংখ্যার জন্যও যেসব নোটিশ দেওয়া হয় তার জায়গাটাও "জলফড়িং-র তক্তাপোশ"( নীচে লিঙ্ক দিলাম আবার)

★ https://www.facebook.com/groups/1713704562033390/

৩.) জলফড়িং দৈনিক লেখা নিয়ে থাকে, এটাও জেনে রাখুন। তারমানে জলফড়িং-এ সবাই প্রতিদিনই লিখতে পারেন। দৈনিক লেখা দিতে হলে যোগাযোগ করুন / হোয়াটস্ অ্যাপ করুন এই নম্বরে ★ 97346 35716


এ গেলো পুরো গল্পটা এবারে নতুন সংযোজন করা হয়েছে, জলফড়িং বের করবে প্রিন্টেড পত্রিকাও যার জন্য লেখা বাছাই শুরু হয়ে গেছে-----

প্রশ্ন:- যা বাবা লেখাই দিলামনা আবার লেখা বাছাই কী ভাবে?

উত্তর:- প্রত্যেকবার মাসিক আর আকস্মিকের প্রত্যেক সংখ্যা থেকে একজন করে লেখক/ লেখিকার লেখা নির্বাচিত হয় প্রিন্টেড জলফড়িং-র জন্য। এর মানেটা বুঝলেন নিশ্চয়, যাঁরা এই দুই সংখ্যায় লিখবে আর যাঁদের লেখা মনোনীত হবে তাদের লেখা দিয়েই প্রিন্টেডের পাতা ভরবে।

★ আর যাঁরা দৈনিকে লিখবেন এবং সবচেয়ে বেশি প্রায় প্রতিদিনই  তাঁদের সেরা লেখা দেবেন তাঁদের প্রিন্টেডে লেখা থাকছেই এটা জানিও দিল "জলফড়িং"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন