সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
😱 [ AMAZON অভিযান ] 😱
......... সুদীপ্ত সেন
আবার একটা নতুন পর্ব, শঙ্করের নতুন পথ
এলোমেলো পথ পেরোবে ঘোড়ার পা, সঙ্গে অ্যালভারেজের মত।
আবার হার্টবিট শান্ত,কেউটে বিলাসী,নিরুপায় টর্চ
শুধু হিংসার ভুলে হিংস্র,xender এর আগে করে নিও সার্চ।
শেষ পথে কিছু কঙ্কাল আর নুড়ি পাথরের ভিঁড়
পাহাড়ের পথে শঙ্কর হারিয়ে ফেলেছে নীড়।
গুহা চেনা আছে পথ চেনা নেয় আটকে পরেছে
প্রান
সিনেমা হলে গিয়ে দেখে নিও AMAZON অভিযান।
......... সুদীপ্ত সেন
আবার একটা নতুন পর্ব, শঙ্করের নতুন পথ
এলোমেলো পথ পেরোবে ঘোড়ার পা, সঙ্গে অ্যালভারেজের মত।
আবার হার্টবিট শান্ত,কেউটে বিলাসী,নিরুপায় টর্চ
শুধু হিংসার ভুলে হিংস্র,xender এর আগে করে নিও সার্চ।
শেষ পথে কিছু কঙ্কাল আর নুড়ি পাথরের ভিঁড়
পাহাড়ের পথে শঙ্কর হারিয়ে ফেলেছে নীড়।
গুহা চেনা আছে পথ চেনা নেয় আটকে পরেছে
প্রান
সিনেমা হলে গিয়ে দেখে নিও AMAZON অভিযান।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)

