ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

আবার ও মেয়ে হয়েছে

অসংখ্য নিস্তব্ধতা    ঘরটা  অ শব্দ ও করেনা
চুপ চাপ চার্লি ব্যাপী  মুখ চাওয়া চাওয়ি
সুখবর না দু সংবাদ  বোঝা ভার
ফিস ফিস শব্দে      কে যেন বলে গেল
  ওর নাকি আবার ও মেয়ে হয়েছে ।
  জয়দীপ রায়
(চিত্রসংগ্রাহক)

শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

 😱  [ AMAZON  অভিযান ]  😱
                            .........   সুদীপ্ত সেন

আবার একটা নতুন পর্ব, শঙ্করের নতুন পথ
এলোমেলো পথ পেরোবে ঘোড়ার পা, সঙ্গে অ্যালভারেজের মত।

আবার হার্টবিট শান্ত,কেউটে বিলাসী,নিরুপায় টর্চ
শুধু হিংসার ভুলে হিংস্র,xender এর আগে করে নিও সার্চ।

শেষ পথে কিছু কঙ্কাল আর নুড়ি পাথরের ভিঁড়
পাহাড়ের পথে শঙ্কর হারিয়ে ফেলেছে নীড়।

গুহা চেনা আছে পথ চেনা নেয় আটকে পরেছে
প্রান
সিনেমা হলে গিয়ে দেখে নিও  AMAZON     অভিযান।