ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

চক্রব্যূহ
অরূপ ।

ভেতরে গুমরে আছে অন্য মানুষ  বেরনোর জন্য গর্জন

বৃষ্টির আদলে আসলে রক্ত পড়ে মনে পড়ায় বাইশে শ্রাবন ,
দশক পেরিয়ে হেঁটেছিল যারা, তারা সবাই আজ বিস্মৃত?
ক্ষমতা জাহির চাকুর ধারে,সময় অন্ধকারাচ্ছন্ন,


শহরে নেমেছে করাল ছায়া, কবির কলমেও হিংস্রতা,

এমন সময়ে এটাই  দেখার  কোথাও কী পাবে স্নিগ্ধ  ছায়া।
বুকের রক্ত স্যাতস্যাতে , চোখের কোণে  জমা শ্যাওলা,

আর্তচিৎকারে স্তব্ধ সব  শহর তুমি শুনতে পাওনা?

একদশক পরে এসে  তুলে  নিয়েছ অস্ত্রখানা,

তোমার কাছেই প্রশ্ন রাখি মুখ মুখোশের  তফাত টা ,

শহর হয়েছে চক্ররূহ খুন খারাপে  মন খারাপ,

অন্যনামে আসছে পুরুষ কাটবে শীত শ্রাবণের নিম্নচাপ।