ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

৫২ তীর্থের শরীর

আমার আকাশের উপর খুব হিংসে হয় জানো!
কারন,তুমি তার দিকে তাকিয়ে,মেঘ হওয়ার স্বপ্ন দেখো।
আমার সূর্যের উপরও বেশ রাগ হয়,
কারন আলো ছড়ানোর বাহানায় সে
তোমার সোনালী ত্বককে স্পর্শ করার স্বপ্ন দেখে!
আমার অজয় নদের উপর তো আবার ইর্ষা হয়,
কত বার যে তুমি তোমার নরম শরীরকে
তার বালুচরে শুইয়েছ।
আর জ্যোৎস্না!,তাকে তো আমি দেখতেই পারিনা!
কারন প্রত্যেক পূর্ণিমায় বাড়ির ছাদে দাঁড়িয়ে
তার সাথে তুমি কত গল্প করেছো,কত কবিতা লিখেছো!
আর বাতাসের সাথে তো আমার চিরকালের শত্রুতা,
কতবার যে তোমাকে সে তার স্পর্শে মাতাল করে তুলেছে,তার হিসেব নেই!
শুধু আমার নিজের উপর কোনোও হিংসে,রাগ,ইর্ষা হয়না,জানো!!
কারন তোমার ঐ শরীরকে জড়িয়ে ধরে,ধন্য হওয়ার মতো যোগ্যতা আমার শরীর রাখেনা,
তাই ভেবেছি!!!! একদিন,আকাশ,সূর্য,অজয়,জ্যোৎস্না,বাতাস সেজে
 তোমার ঐ ৫২ তীর্থের শরীর আমি ভ্রমন করব।

---------আজাহারুল ইসলাম,শান্তিনিকেতন,ভারত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন