"দুঃখের কিছু দাগ"
পাখি পাল
আমি বলি দুঃখ,তুমি বলো কষ্ট,
সে বলে যন্ত্রনা, সত্যি এগুলো
ছাড়া জীবন ভাবাই যায় না,
প্রতিটা দিন মানুষ তো বাঁচতেই চায় নিজের মতো করে, কিন্তু কষ্ট-দুঃখ গুলো
তার পায়ে বেড়ির মতোই
জড়িয়ে থাকে, পিছুটানে,
শিকলের দাগ যেমন লেগে
থাকে হাতে-পায়ে,ঠিক তেমনি
অদৃশ্যভাবে দুঃখের দাগ গুলো লেগে থাকে স্মৃতির গালিচায়,
যেন প্রতিবার তারা আঘাত করে আমাদের মনোবল ভাঙতে চায়,
মনের গায়ে শত শত চাবুকের দাগ..দগদগে ক্ষত,
চোখ দুটো বুজে আসে, তবু ফুসফুস শ্বাস নেওয়ার চেষ্টা চালায় অবিরত,
সাতরঙা রঙধনু ভাসে অল্পের জন্য,
জীবন-আকাশে রোদ-বৃষ্টির খেলায়,
এভাবেই চলে প্রতিনিয়ত বাঁচার লড়াই,
আর একটু..আর একটু..করে মনবলের চেষ্টায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন