ত্রিতাপ ক্লেশ
সুনন্দ মন্ডল
ক্লেশ মানেই জীবনের জাগতিক প্রাপ্তি থেকে বঞ্চিত।
এক হস্তী শাবক
যার বড় বড় দাঁত, বিশাল দেহ কিংবা ঐ মোটা মোটা পায়ের ছাপ,
তবুও কিছু একটা থেকে বঞ্চিত!
তারও দুঃখ আছে, ক্লেশ আছে।
ভাষা জানি না, তাই ওদের কষ্ট বুঝিও না।
অবশ্য সব প্রাণীদেরই একই অবস্থা।
আসলে কথায় আছে না!
যে যা পায়, তা চায় না!
আর যে যা চায়, তা পায় না।
আমরা তো নিমিত্ত মানুষ
কেবলই আত্মসুখে মগ্ন
একটু এদিক ওদিক হলেই
বিস্বাদে ডুবিয়ে রাখি নিজেদের।
আমরা বুঝতেই চায় না, এই সমাজ ও প্রকৃতির সুখ পেতে গেলে স্বল্পতায় আবদ্ধ রাখতে হবে।
কোনোরকম অন্তহীন উচ্চাশা মানেই বঞ্চনা, হতাশা!
প্রকৃতি থেকে প্রাপ্ত দুঃখ হোক,
আর অন্য জীবের দ্বারা প্রাপ্ত অবহেলা
কিংবা নিজস্ব মন ও শরীর জাত কষ্টই হোক!
সবকিছুর মূলে আত্মদর্শন।
এই জরা থেকে মুক্তি পেতে গেলে বিলিয়ে দিতে হবে সমাজদর্শনে,
সবার মাঝে বিশ্বপ্রকৃতির সবুজ দোলনায়।
ভালোবাসতে হবে, দুঃখীদেরও আপন করতে হবে!
তখনই ত্রিতাপ ক্লেশ নয়, জাগতিক সুখটুকুই থেকে যাবে আমৃত্যু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন