ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

কবিতাঃ- জোনাকি

 বিশ্বনাথ দাস 




সৌন্দর্য খুঁজতে খুঁজতে জীবন ফেলে 

পালানোর কৃতিত্ব নেই কোনো

দাঁত বসিয়ে বিশ্বাস ভেঙেছো সামান্য নির্ভরতায় 

অস্তিত্বের বিষন্নতা নিয়ে নিজের মুখোমুখি দাঁড়িয়ে দেখো চেনা মানুষ কেমন অচেনা অচেনা--- 

এক এক করে হারিয়ে যায় অনেক কিছু 

তবুও জীবন জীবন খোঁজে 

গানে গানে ভোরের পাখি শিস দেয় দিন আনে 

তোমার বিকলাঙ্গ মন না বুঝে ঘর পাল্টায় 

আমি শেষবারের মতো মিলিয়ে নিতে নিতে দেখি আমার বিশ্বাস মাটিতে মিশে যায় কথায় কথায় রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 

জলদার  চায়ের দোকান 

জুরোনো চায়ে চুমুক 

পা তুলে বেঞ্চে বসা 

সবই অতীত সেসব দিন 

দুজনেই দেখেছি দুজনার চোখের জল 

দেখেছি বাংলার মা সকল 

শুরু দুহাত দশ  কোরে  দেবীপক্ষ 

আমাদের উমাতে

পাখির প্রভাতে 

এইটুকু শুধু জেনে রাখো

 আরক্ত সন্ধ্যায় 

তুমি আজ পরাভূত---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন