ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

 

কালী বলে ডাকে
জয়দীপ রায়



এ কেমন মেয়ে
যে রাঁধতে জানে না
চুল বাঁধতে জানে না।
এলোমেলো মেলোড্রামায়
ভাসতে জানে,
নেশায় উন্মত্ত উন্মুক্ত
পঞ্চভূত ডুবে থাকে অন্ধকারে।
এ কেমন মেয়ে!
ভালোবাসতে জানে না
বাসা খোঁজে খড়কুটোয়
এদের কেউ কাছে টানেনা,
কাছে ডাকেনা..
এড়িয়ে চলে ছায়া মাড়ায় না
তবে এরা অবলা নয়
চুপ থাকেনা,
আশ্রয় হীন! তবে পরশ্রীকাতর নয়
আপোস মানে না
লুটিয়ে পড়েনা।
এরা অন্য এরা বন্য
দাপিয়ে বেড়ায়।
দাবিয়ে রাখতে জানে
এরা চণ্ডাল রূপ ধরে
এদের গর্জনে কেঁপে  ওঠে রূহু
শুনেছি এদের নাকি
লোকে কালী বলে ডাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন