ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

সান্তাক্লোজ সেজে আমার বাবা নেমে আসুক এমনটাই ইচ্ছে বড়োদিনের...🖋সুদীপ্ত সেন




বড়োদিনের ইচ্ছে বড়ো

আমাকে সরিয়ে রাখো তোমার ভিড়ের মধ্যে থেকে
শহরের ট্রাম ছুটে যাওয়া শব্দে আমি আমার বাবাকে খুঁজি
নিউমার্কেটের সেই লোকটা যে সার্ফজলের  ফ্যানা উড়িয়ে উপার্জন করে
কিংবা ধর্মতলার ট্রাফিক জ্যামে আমাকে ফেলে রাখো
ফুটপাতে বসে থাকা লোক গুলোর দিকে- তাকিয়ে আমি আমার বাবাকে খুঁজি
ছোট্টো ফুলের মতো মেয়েটা আমাকে ওই ওই বলে সেদিন ভুট্টা খেতে চাইলো
তাকে কিনে খাইয়েছিলাম অথচ টাকা দিই না তাদের
অথচ এ কলকাতা আমার বাবাকে নিয়ে নিলো, হারিয়ে দিলো তার ভিড়ের মধ্যে।
আজও হাতড়ে খুঁজি, কালকেও খুঁজবো....

পার্কস্ট্রীটের আলোকসজ্জা থেকে চার্চের কাছাকাছি কোনো ফুরসত পেলে
সান্তা সেজে আমার বাবা নেমে আসুক।
কিচ্ছু চাই না আমার, শুধু বলে যাক ভালো আছি
বাড়ি ফিরে মা'কে জানাব সেটুকুই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন