আমার বড়দিন
আমার বড়দিনটা একটু অন্যরকম
পার্কস্ট্রীটের বাহানাটা আজ আর মনে পড়ে না,
মনে পড়ে বাড়ির পাশের স্ট্রীটটার
সন্ধ্যে নেমে আসার পর সোয়েটারহীন ঠান্ডায়
কুকড়ে যাওয়া মুখ গুলো,
আমার বড়দিন ঠিক একটু অন্যরকম
হাফছুটির পর ছুটে আসা স্ট্রীটের ধারে
চলে যাই ছেলেপুলে গুলোর আবদার মেটাতে
মলিন ওই মুখটায় হাসি খুঁজে দিতে।
পার্কস্ট্রীটের বদলে চলে যাই ওদের
লাল সাদা টুপি পরে সান্তা হতে।
জয়দীপ রায়
আমার বড়দিনটা একটু অন্যরকম
পার্কস্ট্রীটের বাহানাটা আজ আর মনে পড়ে না,
মনে পড়ে বাড়ির পাশের স্ট্রীটটার
সন্ধ্যে নেমে আসার পর সোয়েটারহীন ঠান্ডায়
কুকড়ে যাওয়া মুখ গুলো,
আমার বড়দিন ঠিক একটু অন্যরকম
হাফছুটির পর ছুটে আসা স্ট্রীটের ধারে
চলে যাই ছেলেপুলে গুলোর আবদার মেটাতে
মলিন ওই মুখটায় হাসি খুঁজে দিতে।
পার্কস্ট্রীটের বদলে চলে যাই ওদের
লাল সাদা টুপি পরে সান্তা হতে।
জয়দীপ রায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন