ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৮ মার্চ, ২০২০

মেঘলা সিম্ফোনি।
অরূপ ।

হারমোনিয়াম  নিয়ে গান
গিটারের একফালি সুর,
ক্ষতি কী হোক না
এটাই তো দস্তুর

ভিজে যাওয়া ট্রেন লাইন
পায়ে হাঁটা ফুটপাত
শব্দের জানে শুধু
কোন সুর কোন রাগ

হলদে হওয়া বইয়ের পাতা
অতীতের নামে ক্ষয়
সময়ের ফাঁক হলেও
যাওয়া আসা এক নয়

অচেনা জাহাজ আর
গোত্রহীন বন্দর
কখনো কী থেমে যায়
সাইরেনের স্পন্দন?

প্রেম দুর থেকে হাত নাড়ে
প্রেমিকারা প্লেটোনিক
শরীর টা এঁটো হয়
অভিমান আধুনিক

দেখে শুনে ভালোবেসে
কিনে  নিয়ে  সরগম
ভুল  হলে স্বরলিপি
পাশে বসি হরদম।

শুভ জন্মদিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন