ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

পাঠ প্রতিক্রিয়া

কাব্যগ্রন্থ  .পরিযায়ী পাখিদের লিরিক্স।
রচনা মাম্পি ঘোষ ।
প্রকাশ কাল বই মেলা 2020
প্রকাশক পূর্ণ প্রতিমা প্রকাশন।

নামের অভিনবত্বে নয় বিষয় ভাবনার মুন্সিয়ানায় কিছু শিল্পকর্ম অনন্য হয়ে  ওঠে আর সেখানেই শিল্পের সার্থকতা । শিল্পীর রুচিবোধ ও সৃজনশীলতাও এর জন্য অনেকখানি দায়ী । ঠিক সেরমই একটি কাব্য গ্রন্থ  "পরিযায়ী পাখি দের লিরিক্স", সাতান্নটি কবিতা নিয়ে নিজের সৃষ্টি শক্তি কে সিঞ্চন করে কবি তৈরী করেছেন এই বই।
     
    জীবন প্রবাহমান ছোটো ছোটো ঘটনাও রেখে যায় ছাপ, ঘটনা জীবনের আশীর্বাদ ও অভিশাপ দুইই ।

কবির কবিতায় স্থান পেয়েছে অস্তিত্ব সংগ্রাম  যেমন " জোনাকি" কবিতাটি ক্ষুদ্র এক পতঙ্গ অস্তিত্বের লড়াইয়ে হার না মানা

সেখান থেকে সরে আসি" মোমবাতির  কথা " কবিতাটিতে  ঠিক যেন পরে থাকে স্বপ্নের অধক্ষেপ

এভাবেই জীবন হয়ে ওঠে পরিযায়ী  ,ঘটনার ঘনঘটায় ।।

গঠন গত দিক দিয়ে যথেষ্ট নমনীয়তার পরিচায়ক ।
সেখানে পাঠক কে বিচারের স্বাধীনতা দিয়েছেন যা

"মাইলের পর মাইল ছড়ানো সম্পর্ক গুলোর" মত
যেখানে প্রচারের কোনো আড়ম্বর নেই আছে শুধু সারল্য ও নিগূঢ় জীবনবোধ

কলমে
অরূপ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন