: #শেষ_দৃশ্য
#মুনমুন_মুখার্জ্জী
এসেছে আজ আমার কাছে সব আপনার জন,
বহুদিন পর এল এই আনন্দের ক্ষন,
মনে হচ্ছে অতীত যেন ফিরে এল আবার,
বর্তমান জীবনকে যেন করতে চনমন।
কান্না হাসির কত গল্প, কত স্মৃতিচারণ,
সুখ দুঃখ মিশিয়ে হল মধুর বাতাবরণ,
অবাক হয়ে আমি শুধু দেখে শুনে যাই,
নির্বাক শ্রোতার এই উপভোগ দারুণ।
পুরোনো স্মৃতি ঘাঁটতে গিয়ে হয়ত অকারণ,
চিকচিক করে ওঠে কারো চোখের কোণ,
কারোবা চোখ মুখ দিয়ে অঝরে মুক্ত ঝরে
ভিজে যায় তাতে আমার এ শরীর মন।
বৃথায় চিৎকার করে উঠতে চাইল মন,
"কোথায় ছিলে বল আমায় তোমরা এতদিন,
খোঁজ নিলেনা, একাকী কাটল শেষটা আমার--
দেখা করার সময় হয় নি কি একদিন?"
কিন্তু সেকথা থেকে যায় মনে মনেই,
কোনো কথা আজ বলার উপায় যে নেই,
নির্জীব শরীর ঘিরে কেন যে শোক মানায়,
মনের চাপা কষ্ট থেকে আমার মুক্তি নেই।
কেউ এসেছে নাটক করতে, কেউবা দেখতে,
কেউবা সত্যি করে আমার খোঁজ করতে,
ভালবাসার জোয়ার এসেছে আজ এ ঘরে,
সবাই এসেছে আজ শুধু শেষ বিদায় জানাতে।
: #সুদখোর
#মুনমুন_মুখার্জ্জী
ছোট্ট ছেলে বাবাকে শুধায়
ব্যাঙ্কে সবাই টাকা জমায়,
ব্যাঙ্ক সে টাকা নিজে খাটায়
নির্দিষ্ট সময় বেশি ফেরত দেয়।
বই বলে সুদ হল বেশি যা দেয়
তবে তো দেখি সবাই সুদ খায়,
কিন্তু সুদখোর তারা কেন নয়
সাহায্যকারীর কেন বদনাম হয়?
বাবা বলেন শোনো তবে
যুক্তিতে কি সব এক হবে?
ওরকম সাহায্য ব্যাঙ্কও করে
সুদটা নেয় তবে কান ধরে।
সুদখোরেরা -- আদায় করে
লাঞ্ছনা আর অপমান করে।
সুদের হারটাও হয় বেশ চড়া
আসলের টিকি তো যায় না ধরা
জীবন চলে যায় ঋণশোধ করতে
দিন দিন ঋণ থাকে শুধু বাড়তে।
: #কিছু
#মুনমুন_মুখার্জ্জী
কিছু মানুষ থাকে যাদের বোঝালেও বোঝে না,
কিছু মানুষ থাকে যাদের মানা করলেও মানে না,
কিছু মানুষ থাকে যাদের অভিযোগ থাকে না,
কিছু মানুষ থাকে যারা ক্ষমা করতে ভোলে না।
কিছু মানুষ থাকে যাদের অহংকার কমে না,
কিছু মানুষ থাকে যাদের নালিশ করা থামে না।
কিছু মানুষ থাকে যারা খুঁত না ধরে পারে না।
কিছু মানুষ থাকে যারা কে কি বললো দেখে না।
কিছু মানুষ থাকে যারা লোক ঠকাতে ছাড়ে না।
কিছু মানুষ থাকে যাদের ঠকেও শিক্ষা হয় না,
কিছু মানুষ থাকে যারা অভাবেও বলদায় না,
কিছু মানুষ থাকে যারা সুযোগের ব্যবহার করে না।
কিছু মানুষ থাকে যারা ছেঁকা দিতে ছাড়ে না,
কিছু মানুষ থাকে যারা নিন্দা করতে ছাড়ে না।
কিছু মানুষ থাকে যারা দুঃখকে বড় করে দেখে না,
কিছু মানুষ থাকে যারা কখনো হাসতে ভোলে না।
: #জীবন
#মুনমুন_মুখার্জ্জী
জীবন বড়ই অদ্ভুত,
বাঁধা ছকে চলে না,
অঘটন ঘটে হটাৎ,
তবু চলার পথ থামে না।
সে চলে চলার নিয়মে
নিত্য নতুন খোঁজে পথ,
থামার তো উপায় নেই
মৃত্যুতে থামবে এ রথ।
জীবন যতই এগিয়ে চলে
পরিচিত মুখ পথে হারায়,
সময় কখনো বাধা দেয় তো
মুখোশ হয় কখনো অন্তরায়।
তবু জীবন এগিয়ে যাবে
বাঁচতে হলে লড়তে হবে,
হাত গুটিয়ে বসে থাকলে
মশা আনন্দে গান গাইবে।
#মুনমুন_মুখার্জ্জী
এসেছে আজ আমার কাছে সব আপনার জন,
বহুদিন পর এল এই আনন্দের ক্ষন,
মনে হচ্ছে অতীত যেন ফিরে এল আবার,
বর্তমান জীবনকে যেন করতে চনমন।
কান্না হাসির কত গল্প, কত স্মৃতিচারণ,
সুখ দুঃখ মিশিয়ে হল মধুর বাতাবরণ,
অবাক হয়ে আমি শুধু দেখে শুনে যাই,
নির্বাক শ্রোতার এই উপভোগ দারুণ।
পুরোনো স্মৃতি ঘাঁটতে গিয়ে হয়ত অকারণ,
চিকচিক করে ওঠে কারো চোখের কোণ,
কারোবা চোখ মুখ দিয়ে অঝরে মুক্ত ঝরে
ভিজে যায় তাতে আমার এ শরীর মন।
বৃথায় চিৎকার করে উঠতে চাইল মন,
"কোথায় ছিলে বল আমায় তোমরা এতদিন,
খোঁজ নিলেনা, একাকী কাটল শেষটা আমার--
দেখা করার সময় হয় নি কি একদিন?"
কিন্তু সেকথা থেকে যায় মনে মনেই,
কোনো কথা আজ বলার উপায় যে নেই,
নির্জীব শরীর ঘিরে কেন যে শোক মানায়,
মনের চাপা কষ্ট থেকে আমার মুক্তি নেই।
কেউ এসেছে নাটক করতে, কেউবা দেখতে,
কেউবা সত্যি করে আমার খোঁজ করতে,
ভালবাসার জোয়ার এসেছে আজ এ ঘরে,
সবাই এসেছে আজ শুধু শেষ বিদায় জানাতে।
: #সুদখোর
#মুনমুন_মুখার্জ্জী
ছোট্ট ছেলে বাবাকে শুধায়
ব্যাঙ্কে সবাই টাকা জমায়,
ব্যাঙ্ক সে টাকা নিজে খাটায়
নির্দিষ্ট সময় বেশি ফেরত দেয়।
বই বলে সুদ হল বেশি যা দেয়
তবে তো দেখি সবাই সুদ খায়,
কিন্তু সুদখোর তারা কেন নয়
সাহায্যকারীর কেন বদনাম হয়?
বাবা বলেন শোনো তবে
যুক্তিতে কি সব এক হবে?
ওরকম সাহায্য ব্যাঙ্কও করে
সুদটা নেয় তবে কান ধরে।
সুদখোরেরা -- আদায় করে
লাঞ্ছনা আর অপমান করে।
সুদের হারটাও হয় বেশ চড়া
আসলের টিকি তো যায় না ধরা
জীবন চলে যায় ঋণশোধ করতে
দিন দিন ঋণ থাকে শুধু বাড়তে।
: #কিছু
#মুনমুন_মুখার্জ্জী
কিছু মানুষ থাকে যাদের বোঝালেও বোঝে না,
কিছু মানুষ থাকে যাদের মানা করলেও মানে না,
কিছু মানুষ থাকে যাদের অভিযোগ থাকে না,
কিছু মানুষ থাকে যারা ক্ষমা করতে ভোলে না।
কিছু মানুষ থাকে যাদের অহংকার কমে না,
কিছু মানুষ থাকে যাদের নালিশ করা থামে না।
কিছু মানুষ থাকে যারা খুঁত না ধরে পারে না।
কিছু মানুষ থাকে যারা কে কি বললো দেখে না।
কিছু মানুষ থাকে যারা লোক ঠকাতে ছাড়ে না।
কিছু মানুষ থাকে যাদের ঠকেও শিক্ষা হয় না,
কিছু মানুষ থাকে যারা অভাবেও বলদায় না,
কিছু মানুষ থাকে যারা সুযোগের ব্যবহার করে না।
কিছু মানুষ থাকে যারা ছেঁকা দিতে ছাড়ে না,
কিছু মানুষ থাকে যারা নিন্দা করতে ছাড়ে না।
কিছু মানুষ থাকে যারা দুঃখকে বড় করে দেখে না,
কিছু মানুষ থাকে যারা কখনো হাসতে ভোলে না।
: #জীবন
#মুনমুন_মুখার্জ্জী
জীবন বড়ই অদ্ভুত,
বাঁধা ছকে চলে না,
অঘটন ঘটে হটাৎ,
তবু চলার পথ থামে না।
সে চলে চলার নিয়মে
নিত্য নতুন খোঁজে পথ,
থামার তো উপায় নেই
মৃত্যুতে থামবে এ রথ।
জীবন যতই এগিয়ে চলে
পরিচিত মুখ পথে হারায়,
সময় কখনো বাধা দেয় তো
মুখোশ হয় কখনো অন্তরায়।
তবু জীবন এগিয়ে যাবে
বাঁচতে হলে লড়তে হবে,
হাত গুটিয়ে বসে থাকলে
মশা আনন্দে গান গাইবে।