ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ৬ জুলাই, ২০১৯

জীবন_কথা

#মুনমুন_মুখার্জ্জী

ছুটছে সবাই ছুটছে ভাই
ছোটার কোনো বিরাম নাই।
উপরে ওঠার চলছে লড়াই
বন্ধুকে হারানো সহজ উপায়।
বিশ্বাস অর্জন করছে আগে
পিছনে ছুরি চালিয়ে ভাগে।
ভালবাসার নেই প্রতিদান
স্বার্থ সিদ্ধি চলছে স্লোগান।
সবাই সবার শত্রু আজ
ধোঁকা দিতে নেই তো লাজ।
শত্রু ভাবনাটা সিঁড়ি যে হয়
পথ তাই তো সহজেই হয়।
বন্ধু সবাইকে বলতে হয়
বিশ্বাস করলেই ঠকতে হয়।
ভালবাসার মুখোশ পরে
চরম ক্ষতি করতে পারে।
ভালো চায় যে, দোষটা ধরে
চোর পালালে বুদ্ধি বাড়ে।


ক্ষোভ

#মুনমুন_মুখার্জ্জী

পাহাড়ে জ্যাম, অভিযাত্রীরা চলেছে স্বদলবলে,
এভারেস্টকেও রাখতে চায় নিজের পদতলে।

এভারেস্টের উঁচু মাথা ওর গর্ব নয় সহ্য ক্ষমতা,
আনাচে কানাচের মায়াবী দৃশ্য তারই  মহানুভবতা--

পারলে তাকে মন থেকে করো সম্মান--
মাথায় চড়ে তাকে করো না অপমান।

উপরে ওঠার মোহে সবার বুদ্ধি পেলে লোপ,
ক্ষোভ বাড়তে বাড়তে হয়ত পৃথিবী হবে বিলোপ।


#অভিমানী_মেঘ

#মুনমুন_মুখার্জ্জী

মনের কোণে জমে আছে অভিমানী মেঘ,
ছিনিমিনি খেলে সবাই নিয়ে সবার আবেগ।

সবাই দেখি উঠেছে আজ পুতুল নাচে মেতে,
টানছে সুতো সুযোগ বুঝে মুখোশ মুখে এঁটে।

হাত জোড় করে একদিন ভিক্ষা করেন যিনি,
ভোটের পরে কুকুরের মত তাড়িয়ে দেন তিনি।

আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে বহুমত পেল যে,
স্বল্পসঞ্চয়ের হার কমিয়ে শেষে ভাতে মারবে সে।

যে মেয়েটি ভালবাসায় সবাইকে জড়িয়ে রাখে,
একলা ঘরে রক্তাক্ত হয়ে ডাকতে পারে না মাকে।

আনুগত্য দেখে যার সবাই চোখ বুজে বলে খাঁটি,
হিংসায় উন্মত্ত কেউ তাকে দিতেই পারে কাঠি।

লোভের আগাছা প্রতিনিয়ত দিচ্ছে যে হাতছানি,
সেই আগুনে হাত সেঁকলে টানতে হতে পারে ঘানি।

ক্ষমতার দম্ভে কেউ সর্বস্ব কাড়ছে কারো,
কেউ হয়ত ঘুম কাড়বে একদিন ঠিক তারও।

দেখে বুঝে এসব কিছু মাথা যাচ্ছে ঘেঁটে,
প্রতিবাদী মানুষ পাই না, সবাই পড়ে কেটে।

সবার মাঝে দিচ্ছি মিছে আনন্দে গড়াগড়ি,
আয়রে বৃষ্টি তোকে জড়িয়ে ঝরঝরিয়ে ঝরি।



 #দিতে_পারবে

#মুনমুন_মুখার্জ্জী

দিতে পারবে এমন একটাও সকাল,
যে সকালে কোনো বৃদ্ধ হাহাকার করবে না,
যে সকালে কোনো নারী আর্তনাদ করবে না,
যে সকালে কোনো একাকিত্বে ভুগবে না,
যে সকালে কোনো শিশু খিদেয় কাঁদবে না,
যে সকালে কোনো কুঁড়ি ফোটার আগেই ঝরবে না --
জানি কেউ কোনদিন পারবে না, তুমিও না, আমিও না ---
আর যে মানুষগুলো সবার দোষ ধরে তারাও না।
আমরা নিজের গোছাতে ব্যস্ত, কারোর জন্য ভাবি না।
একই অবস্থা আমাদেরও হতে পারে সে চিন্তা করি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন