নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ৮ জুলাই, ২০১৯

মহারাজের জন্য





তুমি এক আগুন যেন
খোলা মাঠ বাইশ গজে
প্রথমেই সেলাম জানাই
মহারাজ তোমায় সাজে।

তুমিই তো কাঁপিয়ে ছিলে
বাঙালির সাহস মনে
কোনো এক বাঙালি ছেলেও
জিতে কাপ আনতে জানে।

গজে মাঠ পেরিয়ে গিয়ে
বল তো উড়ছে হাওয়ায়
বাঙালির গর্ব তুমি
এমন এক ছেলেকে পাওয়ায়।

যে ছেলে পাহাড় প্রমান
রেকর্ডকে গড়তে পারে
বিদেশে বুক দেখাল
ভারতের অহংকারে।

তুমি এক স্বপ্ন যেন
ফুটে ছিলো হাসনুহানায়
দাদার আজ জন্ম দিনে
দাদাকে সেলাম জানাই।



লেখাঃ- সুদীপ্ত সেন(ডট.পেন)
অসাধারণ ছবিটি করেছেন আমাদের খুবই পরিচিত জন অভিব্রত দা

1 টি মন্তব্য: