নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

Sudipta Sen: 'তুমি কী হতে চাও'? এই বোকা প্রশ্নের শিকার হয়েছে সব ছোটবেলা

 

Sudipta Sen: পথ সোজা হয় না কখনও। আঁকাবাঁকা পথ থেকে আরও পথ বেঁকে যেতে যেতে কোথায় গিয়ে যে কে থামবে? এটা যে ঠিক করেন লোকশ্রুতিতে তিনি ভগবান নতুবা নসিব।

'তুমি কী হতে চাও'? এই বোকা প্রশ্নের শিকার হয়েছে সব ছোটবেলা। 'এখানে আকাশ নীল' নামের বাংলা সিরিয়ালে উজান চ্যাটার্জীকে দেখে কখনও ডাক্তার হতে ইচ্ছে করেছে, পাড়ার কোনও দাদাকে একটি সরকারি উচ্চপদস্থ  পদে চাকরি  করতে দেখে আমারও মনে হয়েছে সেটাই হব, ইসরোর কথা জেনে মনে হয়েছে বিজ্ঞানী হব, নিরাপত্তা বলয়, দেশ ভ্রমণ, পাওয়ার দেখে প্রধানমন্ত্রী হতে ইচ্ছে করেছে। নচিকেতার মতো ভবঘুরে হতে ইচ্ছে করেনি ভাগ্যিস নইলে সহজ হবে ভেবে ওটাই হতাম নির্ঘাত।

উচ্চ মাধ্যমিক শেষ করে ইঞ্জিনিয়ার হয়েছিলাম। সেটাও করোনাকালে ভেঙে গেল। ভুলে গেলাম জেনারেটর, ট্রান্সফরমার, ওহম'স সব কিছুই। পরবর্তীতে হঠাৎ করে দেখলাম স্টেজে আবৃত্তি, নাটক কাজে লাগল। হয়ে গেলাম সাংবাদিক। এটাও আবার এতো জটিল আগে জানলে মন দিয়ে ইঞ্জিনিয়ারিংটাই করতাম।

মনের আর কী দোষ? মন যে কী হতে চায় সেও তো নিজেই জানে না। অযথা লম্ফঝম্প করে, পানকৌড়ির ডুব দেখে, মেসির ভক্ত হয়, সচিন খেলা ছেড়ে দিলে কাঁদে, প্রেমিকার পা ভাঙলে মন খারাপ করে, বিরহে কবিতা লেখে, আনন্দে তরমুজ খায়, রেলিং বেয়ে আসা বৃষ্টিফোটা জিভ দিয়ে চেটে নামিয়ে নেয় আর পরে গা ঘিনঘিন করে মরে।

বিষয়টা এটা নয়, আসল বিষয় হল আমরা যারা ভেবেছি 'আমাকে আমার মতো থাকতে দাও' তারা আসলে স্বধীন হতে চেয়েছি। তাতে কিছু ক্ষতিও হয়েছে আবার লাভও হয়েছে। আর স্বাধীন হতে গিয়ে যখন বুঝেছি সবকিছু একটি নিয়মে বাঁধা তার বাইরে তুমি যেতে পারবে না তখন আবার এটা-ওটা পেতে চেয়েছি।

জীবনে সফল হওয়া আর সফল জীবন হওয়া দুটো এক জিনিস নয় তাই তো এতো আয়োজন, এতো আক্ষেপ, এতো হতে চাওয়া। আসলে ছোটোবেলা  থেকেই অনেক কিছুই হয়েছি। বড়বেলাতে এসে বুঝলাম আদতে কিছুই হওয়া হল না। তবু ওই যে সহজ বেছে নেওয়া 'আমাকে আমার মতো থাকতে দাও'। 

1 টি মন্তব্য: