নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ২৫ মে, ২০২৫

জলফড়িং ফিরেছে, লেখা পাঠান


 ২০১৭ সাল থেকে পথ চলা শুরু হয়েছিল। দীর্ঘ পথ হেঁটেছি। পাশে থেকেছে অনেকেই তাঁদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি। অনেকেই একসাথে পথ চলতে গিয়ে ছেড়ে দিয়েছে হাত তাঁদেরকেও কৃতজ্ঞতা জানাই৷

লড়াই, একনিষ্ঠতা আর ভালোবাসা মিলে শুরু হওয়া একটা ওয়েব ম্যাগাজিন একদিন ১ থেকে ৮০ হাজার মানুষের কাছে পৌঁছেছিল। পাঠকেরা ভালোবেসে তাঁদের লেখা পাঠিয়ে আমাদের সঙ্গে থেকেছিলেন। আমরা তাঁদের প্রতিও কৃতজ্ঞ।

আমরা বিশ্বাস করি কোনও কিছু যার সঙ্গে সময় জড়িত থাকে তা ভুখা পেটে হয় না। তাই আমরা যারা জলফড়িং চালাতাম একদিন কাজের সন্ধানে আমরা বেরিয়ে পরেছিলাম। বিরতি নিয়েছিলাম প্রাণের ওয়েব ম্যাগাজিন জলফড়িং থেকে। কিন্তু মনে মনে বলেছিলাম 'আবার ফিরব'।

অরূপ সরকার ও জয়দীপ রায় এই দুজন মিলে জলফড়িং সামলাবেন নতুন করে সম্পাদকের দায়িত্ব থেকে। আমিও চেষ্টা করব কমবেশি কাজ (আনঅফিসিয়ালি) করার।

আপাতত এই মে মাসেই আসছে জলফড়িং-এর ফিরে আসার সংখ্যা 'আমাকে আমার মতো থাকতে দাও'।

লেখা পাঠাতে হবে শুধু এই বিষয়েই। নিবন্ধ আর প্রবন্ধ নেওয়া হচ্ছে। লেখা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ করুন ৭৩৮৪৩২৪১৮০ নম্বরে। লেখা পাঠানোর শেষ দিন ২৬ মে, ২০২৫।

লেখা গৃহীত হলে তবেই প্রকাশিত হবে। কিছু বিশেষ কলম আছে উনারা আমন্ত্রিত। চমকও আছে। সূচীপত্র প্রকাশের দিন জানানো হবে।

ইতি,

সুদীপ্ত সেন, জয়দীপ রায়, অরূপ সরকার

1 টি মন্তব্য:

  1. এগিয়ে চলো, শুভকামনা রইল। আমার লেখালেখি এখন কমে গেছে, তবুও সাথে আছি।

    উত্তরমুছুন