নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১


এ কেমন ঘর
কলমেঃ- সুরভী চ্যাটার্জী


রঙীন শার্টে সাদা চামড়ার
দুটো হাত, ছলনার এক মুষ্টি সম্পর্ক 
ভিক্ষে দিয়েছিলো রাধাকে।
সুপ্ত চেতনার, আনন্দ ঘূর্ণিতে
ডুবন্ত হৃদয় ষোড়শীর,
তার হৃদয়ের নিস্তরঙ্গ ভাটায়, উপচে পড়া
জোয়ার আসল প্রবল পুরুষের
দুকূল ভাসানো সোহাগের। স্বপ্ন আসলো 
আকাশের নীচে রাত নেমেছিলো
ওরাও বিচরণে ব্যস্ত, শরীরী তটে
পরস্পরের, ভরসার কাঠামোয় প্রত্যয়ের মাটি দিয়ে। হায়! সে মাটি ঝুর ঝুর !
সে রাতের শেষে, দীপ্ত প্রভায় ঘর বাঁধার,
চূড়ান্ত নেশায় উন্মাদিনী রাধা।
আজ আস্তাকুঁড়ের রাধা মা হয়েছে।
আজ রাধার ঘর আছে  প্লাবনের ঘর!
লালসা লিপ্ত, প্রেমিক পুরুষ, কামনার তৃপ্তি সুধা পান করে,  মরণ কামড় দিয়ে ফেরারী,
আকাশ সত্যকে স্বীকার করবে কে? 


       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন