ঘর সে'তো স্বপ্ন
কলমেঃ- পাখি পাল
ঘর সে'তো স্বপ্ন,সে'তো আশ্রয়
সে যে ভালোবাসার জন্ম দেয়,
সে যে চার দেওয়ালকে
শক্ত করে ধরে রেখে
মানুষগুলোকে আগলে যায়,
কত ঝড়-ঝাপটা,বৃষ্টি-রোদ
একা দাঁড়িয়ে সামলে যায়,
বছরের পর বছর সবটা সয়ে
কেমন তাকিয়ে থাকে নির্বাক,
দিনে দিনে তারও বয়স হয়
বট অশ্বত্থ জন্ম নেয় গায়ে,
সকলের অলক্ষ্যে মারণ রোগ
যেন বাসা বেঁধে যায় শরীরে,
ধীরে ধীরে বর্ষার জল জমে
পেশি'গুলোতে পচন ধরায়,
এই সুযোগেই বিষাক্ত শিকড়গুলো
শিরা-উপশিরায় ছড়িয়ে দেয়
ভাঙনের পাগল খেলা,
তারপর একদিন অসহ্য যন্ত্রনায় সে'ও বলে ওঠে
অযত্নে সব ভাঙে গো সব ভাঙে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন