শেষ প্রহরের কাছে
কলমেঃ- বিশ্বনাথ দাস
শরীর ছোঁয়া জীবন-মরণ টান
বাতাসে দিক্ হারা অদ্ভুত বিস্ময়
টের পায়না শিকড় কোন দিনও
সবুজ পাতা কখন হলুদ হয়।
আলো আকাশ বাতাস মাটি জল
সময় চেনায় আপন আপন রূপ
বন্দি খাঁচায় বনের পাখি বোঝে
কোনটা প্রেম কোনটা আসলে বিদ্রুপ।
জটিল কথা কুটিল মুখ ঘুরে
জিভের ফালে বতর বুঝে নেয়
ঘুরিয়ে সময় গরুর গাড়ির লিকে
পল্লী গাঁয়ের কপাটে খিল্ দেয়।
জীবন খোঁজে হারানো অতীত পথ
ভরসা রাখে আদিম ধ্রুবতারায়
বিশ্বাসের শেষ সম্বল বাঁচিয়ে পেঁচা
রাতের; দেখে এ ভোর শালিকের নয়।
ডিংলা কাঁধে বরজ ফেরা পা
নিজেই চেনে আলো ছায়ার ফারাক
ভুলকো দেখে ভোরে ওঠার অভ্যেসে
দেশ গাঁয়ের চাষীই বেঁচে-বর্তে থাক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন