বর্ষা
কলমেঃ- আমিমোন ইসলাম
বর্ষায় ছাদ থেকে চুঁয়ে পড়ে
জল আর মনখারাপির সুর।
বেকারত্ব, অভাবের সংসার দেখে
প্রেম পালিয়েছে বহুদূর।
বৃষ্টি আর দমকা হাওয়ায় ভাঙে
কাকের ডিম আর কোকিলের বুক।
ছাদ থেকে চুঁয়ে পড়া জলে,
আমরা ধুয়ে ফেলি মুষড়ে পড়া মুখ।
সন্ধ্যে নামে অন্ধকারের সাথে,
ঝড়-বিদ্যুৎ-বজ্রপাতের বেগে।
পায়রার কাছে ঠাঁই খোঁজে কাক,
আমার বাড়ির টিনের চালের ফাঁকে।
ঝড়ের ভয়ে ঘুম ধরে না রাতে,
মাথায় বুঝি পড়লো খসে ছাদ।
ভোর হয়েছে বুঝি পাখিদের চিৎকারে,
ঘর হারিয়ে গুনছে তারা প্রমাদ।
পাকা বাড়িতে বর্ষা প্রিয় ঋতু,
টিনের চাল, মাটির বাড়ির দুঃস্বপ্ন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন