ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

 আমার নবীন কুঁড়ে

কলমেঃ- শুভঙ্কর নস্কর




জীবন নদীর পারাবারে আমরা সবাই একা,

দুরন্ত- দুর্নিবার এই সময়কে পাল্লা দিতে দিতে

অবসন্ন শরীরের ঘামও আজ ক্লান্ত,


পথ চলতি মানুষের ভিড়ের মধ্য থেকে

হঠাৎ অস্পষ্ট স্বর- সাথেই থাকব..

পাশে আছি'র  বার্তায় বাড়িয়ে দিলুম হাত।


মুহূর্তে স্বপ্নের ভিড়ে পার করেছি সপ্তসিন্ধু..

শরীরের মলিন পরিধেয়-কে মুহূর্তে করেছি 

রত্ন-খচিত রেশমিকা ভূষণ, রাজশাহী আভিজাত্যে।

এক লহমায় সূর্যের তেজস্বিতা আর 

জ্যোৎস্নালোকিত চন্দ্রের মায়াকে , 

যেন স্ব-অধীনতায় করে ফেলেছি বন্দি।


কিন্তু হায়! স্বপ্নীল মুহূর্তে-

দুরন্ত ঘূর্ণিপাকে স্বপ্নালোকের ছাদ গেলো উড়ে,

কল্পলোকের মায়াজাল বাস্তবের মাটিতে দিশেহারা।

ভালোবাসার নেশায় মাতন লাগানো মৃগনাভিটি আজ

সুবাস বিতরণে বড়ো-বেশি ক্ষয়িষ্ণুপ্রায়,

তবুও অস্ফুট স্বর, দূর থেকে ভেসে আসে যার প্রতিধ্বনি,

 

-আমি মারের সাগর পাড়ি দেবো ফিরবো দেশে দেশে ,

বাঁধবো আমার নবীন কুঁড়ে পথের প্রান্তে শেষে।।


                      

1 টি মন্তব্য: