ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

তোমার আমার ঘর
কলমেঃ- সাত্যকি সর্বাধিকারী

আমার গোপনে লুকিয়ে আছে চিরন্তন একটা ঘর
যেটা তোমার আমার ঘর,
আমার নিবিড় মাঝে অমূল্য এই রক্তিম বিস্তর
এটা তোমার আমার ঘর।

এই ঘরেই রেখেছি তোমায় যত্ন করে
তুমি জানো না, তোমায় আগলে ধরে
রাখবো সাজিয়ে যুগ যুগান্তরে,
কালের বিচারে ক্লান্ত হয়েও শাশ্বত সেই ঘর,
শত ঝঞ্ঝার ধাক্কা সয়েও ভাঙেনি যেই ঘর
এটাই তোমার আমার ঘর।

তোমার তো ভয় ছিল আমার ঘরেই 
তোমার স্বাধীনতা যাবে হারিয়ে,
তাই নিঃস্ব করে বিদায় দিলে স্বাধীন হতে গিয়ে,
তোমার অজানা এই ঘরেই আজ তোমার বসবাস
এই ঘরেই আজ স্বাধীন তুমি ঠিক যেমন আকাশ।

জানিনা আমাদের দেখা হবে কত অসংখ্য শতাব্দী পর
দুই শরীরের মাঝে আছে এক আলোকবর্ষ অন্তর,
তবু আমার নিভৃত ঘরেই তোমার অস্তিত্ব নিরন্তর
আমার বুকের স্পন্দনশীল চারটি কক্ষের মাঝে
এটাই তোমার আমার ঘর।।

২টি মন্তব্য: