নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

ঘরের ঠিকানা 
 কলমঃ- সুনন্দ মন্ডল

চারটি দেয়াল
দুটি জানালা,
একটি দরজা
আর পর্দা দেওয়া আড়াল থাকলেই ঘর হয় না।

ঘটি, বাটি, বাসনের ভিড়ে
নিজেদের পরিবার বাঁধা থাকলেও, 
ঘর হয় না।

ঘরে যেমন ইঁট সাজানো থাকে প্রতি ধাপে!
বিশ্বাস গাঁথা থাকুক সেভাবে মনের খাঁজে।
তবেই ঘর হবে সংসারে,
পরিপূর্ন মহল।

আসলে মনেরও 
একটা ছোট্ট ঘর আছে।
সেখানে দরজা 
জানালা কিংবা পর্দা
অথবা বাসনপত্রের ঝনঝনানি নেই!
আছে শুধু মানবিক উচাটন
ভালোবাসায়, 
প্রেমে, স্নেহে
আর আন্তরিকতায়।
          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন