নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

সম্পাদকীয় কলম


সম্পাদকীয় কলম 

নমস্কার, জলফড়িং ওয়েব ম্যাগাজিনের নতুন করে পথ চলার সঙ্গী হতে পেরে আমরা সত্যিই আনন্দে অভিভূত ও কৃতজ্ঞ। সকলের ভালোবাসা ও আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমাদের এই ম্যাগাজিন এগিয়ে চলুক অনেক দূর..।

এই পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদনায় আমরা (জয়ীতা চ্যাটার্জী, পাখি পাল) নির্দিষ্ট কোন বিষয় না দিয়ে নিজস্ব পছন্দ অনুযায়ী বিষয়ের উপর লেখাকেই প্রাধান্য দিয়েছি। আমাদের এই ভাবনার উদ্দেশ্য হল এই পরিবারের প্রত্যেক সদস্য যাতে নিজ নিজ ভাবনার বিকাশের মধ্যদিয়ে তাদের লেখনীকে স্বাচ্ছন্দে প্রকাশ করতে পারে এবং আমাদের সকলের প্রিয় জলফড়িং পত্রিকা তাদের লেখনীকে নিয়ে উড়ে যেতে পারে অসংখ্য মানুষের কাছে।।

 ধন্যবাদান্তে,
জয়ীতা চ্যাটার্জী ও পাখি পাল
          (যুগ্ম সম্পাদিকা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন