ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কবিতা


নয়'টার ঘন্টা

কলমে - বিশ্বজিৎ মহলদার 

রাত নয়টা......
গাঢ় অন্ধকার
কোথাও বিজলী নেই।
স্পষ্ট দেখতে পাচ্ছি মৃত্যুর  দূত এগিয়ে আসছে,
চারিপাশ শুধু ক্ষীন প্রদীপের  আলোয় আলোকিত ,
সচরাচর মানুষের কন্ঠে উলুধ্বনি,শঙ্খের ধ্বনির উৎকন্ঠা আওয়াজ। 
বোমা - বাজির কোলাকুলি..
যন্ত্রের মত প্রেতরা চোখের সামনে খেলা করছে।
এ কি..! 
আজ এত ভয়াবহতা কেন?
চেনা মুখ অচেনা অন্ধে ঢাকা।
সত্যিই কি কল্পনা
এক মৃতদেহের কঙ্কাল !
তবে আমি নই তো....!!
 
সকালের সূর্য এখনও ওঠে 
পাখিরা সাঁঝে এখনও  নীড়ে ফেরে,
জ্যোৎস্নার রাত এখনও নেভেনি,
এখনও রাজা-প্রজা  ঘুমে বিভোর,
শেষে আমাদের ভুলে....... 
পৃথিবীটা সমস্ত উলটে যাবে !
বাতাসের সাথে বিষ বাষ্পে 
দম ব্ন্ধ হয়ে আসছে,
সব মুহুর্ত শেষ.....
ভাইরাস--ভাইরাস.. 
তবে কী সব শ্মশানে পরিনত হবে..!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন