ব্যস্ত একদিন
কলমেঃ- গৌরব চক্রবর্তী
নিঃস্বার্থ প্রেমের খোঁজ নেয় ব্যস্ত ট্রাম,
জীবনের মূল্য বুঝতে দরদামে আদর্শ কেনে মহিলা,
কালো ‘ফিঙে’ তার অভিমান জমা রাখে সূর্যাস্তে,
বেদনার আগুন স্ফুরিত হয় নিলুদার সস্তার ‘বিড়িতে’।
সদ্য পুড়ে যাওয়া অবয়ব, ফিরে আসার দাবি রাখে গঙ্গায়,
অবশেষে ল্যাম্পপোস্টে রাত্রি নামে এক নতুন ভোরের আশায়..।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন