ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কবিতা


মুশকিল আসান
কলমেঃ- বিশ্বনাথ দাস

ঐ দ্যাখো মা কাঠবিড়ালি 
লুকোচ্ছে কী ঘাসে 
এদিক ওদিক চায় আর 
আপন মনে হাসে

বন্ধু সাথে  খেলছিল কাল
লুকোচুরি খেলা 
ডালে ডালে পাতায় পাতায় 
কাটিয়ে  সারা বেলা 

আজও তেমন হাসিখুশি 
তাল সুপুরি গাছে 
এডাল থেকে ওডালে দ্যাখে 
খাবার কোথায় আছে 

দাদার ক'জন  পাড়ার বন্ধু  
ঢিল মারতে গেলে 
দু হাত তুলে প্রনাম করে 
অবাক হই সক্কলে 

সেই দেখে মা একটা দিনও
মারেনা কেউ ঢিল
বাগান ভর্তি কাঠবিড়ালির
আসান হয়েছে মুশকিল।


২টি মন্তব্য: