প্রতিবিম্বের আঁচড়
কলমেঃ- সুনন্দ মন্ডল
ওপারে ঢেউ উঠলে
এপারেও আঁচড় লাগে!
শরীরে তীক্ষ্ণ দাঁত বসানোর মতো,
ফুটে বেরোয় রক্ত।
ওপারে রক্তের খেলা!
এপারে সমর্থক ও অসমর্থকের
মন কষাকষি শিহরন,
চাবুকের মতো লাগে।
নতুন জগৎ কে না চায়?
তুমি,
আমি
প্রেম অথবা যুদ্ধে।
জীবন টিকিয়ে রাখতে অমানবিকতা
কতখানি সহ্য করা যায়?
অমানুষিক আচরণের প্রতিবিম্ব ফুটে ওঠে এপারে,
যখন ওপারে ওঠে চিলচিৎকার, দুর্দম আওয়াজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন