ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কবিতা

আয় ভালোবাসাতে থাকি
কলমেঃ- শ্যামল রায়

আর দহনে পুড়বো না আমরা
আয় ভালোবাসাতে থাকি,
দুহাতে  ছুঁয়ে ছুঁয়ে থাকবো
বেঁধে বেঁধে রাখবো হৃদয় উঠোন,
আয় ভালোবাসাবাসিতে থাকি,
এখানে পাথর সরিয়ে ফুল-বাগান করব,
এখানে ফাটল জমিটায় জল দেবো,
এইখানে সকাল আছে
তাই ভোরবেলা জুঁইফুল কুড়োই,
এখানকার ভাবনাগুলো নতুন গন্ধ দেয়,
এখানকার ভাবনাগুলো তাঁত সিল্ক এর মতো,
আয় ভালোবাসাবাসি তে থাকি,
পাঁচ মিশেলীতে এঁকে দেবো আমাদের চোখ,
ঝকঝক করবে আমাদের চারপাশটা,
কাটা-ছেঁড়া পথ সরিয়ে এগিয়ে যাব,
তুমি যদি ভালোবাসাটা ঠিকঠাক দাও,
আমি দহন নিভিয়ে দিয়ে সুখ কুড়িয়ে নেব,
আয় বেঁধে বেঁধে রাখি ভালোবাসাবাসি তে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন