অভিলাষ
কলমেঃ- শর্বরী চ্যাটার্জী
ভালো লাগে যখন আয়নায় ঠোঁটের ওপর নিজের প্রিয় তিলটা দেখি
ভালো লাগে একলা ছাদে দুষ্টু হাওয়ায় এলো খোঁপার ভেঙে পড়া
ভালো লাগে একলা কফির কাপ,
দখিনের জানলায় কানে হেডফোনে তোর গাওয়া গান
ভালো লাগে জীবনের বহমানতা
তবু কখনও বড় অভিমান জমে বুকে
কই, তোর চোখ তো আজও ছুঁলো না আমার ঠোঁটের তিল !
সেই প্রত্যেকবার আমি তুলনা টানতে বসি পুরুষ আর প্রেমিকের
সেই প্রত্যেকবার এক ঘোর লাগা ভালবাসায় দুধ বেসন ঘষি মুখে
ত্বকটা আরও একটু বেশী পরিষ্কার হলে যদি তুই দেখতে পাস আমার ঠোঁটের তিল !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন