তুমি আমার
কলমেঃ- শুভজিৎ ভট্টাচার্য্য
আজ শিরায় শিরায় উঠেছে ফুটে শুধু তোমার নাম।
কারণ এই হৃদয়ের মাঝে আজ শুধু তুমি আর তুমি।
অলিন্দ নিলয় জুড়ে প্রত্যেকটি প্রবাহ মাঝে আজ ফুটে উঠেছে তুমি।
তুমি জানো যেদিন থেকে তোমার ওই মুখ'খানি এই মস্তিষ্ক মাঝে ছিল, ভালো লাগতো কথা বলতে তোমার সাথে।
প্রত্যেকটি দিন লাগতো বেশ মজার কারণ, হতো অনেক কথা তোমাতে আমাতে।
আজ কথা আছে ভাষা নেই।
শরীরের প্রত্যেকটি লোহিত রক্তকণিকা যেন আরও গাঢ় লাল রঙে রেঙেছে শুধু তোমার ভালবাসার ছোঁয়ায়।
নীল শিরাগুলো আজ পাগলের মত খুঁজে বেড়াচ্ছে তোমাকে।
তুমি একটু চোখের আড়াল হলেই ভালোলাগে না আর।
আজ চোখে চোখে কথা বলতে চাই তোমার সাথে।
চুপ করে বুঝতে চাই সেই ভাষাখানি,
যাতে কিছু না বলেও অনেক কিছু বলে দেওয়া যায়।
তবে কি সত্যি হিয়ার মাঝে লুকিয়ে ছিলে তুমি, যাকে দেখতে আমি পাইনি।
আজ চাওয়ার চাওয়া-পাওয়া গুলো অনেক বড় হয়ে গেছে।
হারিয়ে গেছে তারা, দিগন্ত থেকে দিগন্ত বিস্তৃত তোমার ওই কাজল কালো চোখের ছায়ায়।
এ-কি সুখের প্রদীপ জ্বাললে তুমি ?
তুমি ছাড়া তো কিছু ভাবতেই পারছিনা আর।
যেন শুধুই তোমায় দেখতে চাইছি বারবার।
আজ নিজেকে সার্ধশতবর্ষের থেকেও বেশি তৃষ্ণার্ত বলে মনে হচ্ছে।
শুধু তোমায় দেখার তৃষ্ণা, তোমার ওই চোখ দুটো দেখার তৃষ্ণা, ও গুলো কত কি যে বলে বারবার তা তুমি নিজেও জানো না।
যদি জানতে তবে যে এ দূরত্ব'ও বড় মধুর লাগতো।
চিরতরে তোমায় পেতে চাই,
মনের এই অঙ্গীকারে উত্তরের অপেক্ষায় রইলাম,
তোমার ঠোঁটের পানে চেয়ে।
আর চোখে চোখে নয়, এবার ভাষায় শুনতে চাই তুমি আমার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন