ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কবিতা


এসো  গাছ   লাগাই
কলমে :  নার্গিস   পারভীন


যে  গাছেতে  ফুল  ধরেছে, ফল  ধরেছে  মেলা, 
সেই গাছকে আমরা করি কেন অবহেলা ? 
হোক না ছোটো গুল্মলতা, কিম্বা বনস্পতি 
ওরা ছাড়া হবেই বন্ধু এই পৃথিবীর ক্ষতি।
বুক ভরে নিই শ্বাস-প্রশ্বাস, প্রাণ ভরে নিই বায়ু
বৃক্ষ ছাড়া কিছুই হবে, বাড়বে কি পরমায়ু? 
যে মাটিতে দাপিয়ে বেড়াই, পেট ভরি যে অন্নে
পারি না কি সদয় হতে সেই গাছেদের জন্যে ? 
গাছ ছাড়া পাখিরা যে গাইবে না আর গান,
শান্তির সবুজ ছায়ায় বসে জুড়াবে না প্রাণ;
তাই বন্ধু, এসো গাছ লাগাই আর বাড়িয়ে চলি বন,
গাছ'ই হবে বন্ধু আর গাছ'ই পরিজন। 
কাটবো না গাছ শপথ করি সবুজ করি দেশ,
আমরা বাঁচি, ওরাও বাঁচুক, বেঁচে উঠুক পরিবেশ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন