আজকের নারী
দিনের পর দিন যখন অন্যায়ের যাঁতাকলে আমি পিষে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম...
তখন কোথায় ছিল তোমাদের মুখের তির ?
রাতের পর রাত যখন চোখের জলের রক্তবন্যা বয়ে ভোর হয়েছে...
তখন কোথায় ছিল তোমাদের ন্যায়ের দাঁড়িপাল্লা?
অকারণ অত্যাচারে যখন চোখের জলে দমিয়েছি বুকের ব্যাথা...
তখন কেউ তো আসেনি ঢাল হয়ে রুখে দাঁড়াতে!!!
আজ যখন দেওয়ালের গায়ে পিঠ ঠেকে তলোয়ারে শান দিয়েছি হয়েছি ধারালো...
তখন আমি অপরাধী ???
আজ যে বড়ই ন্যায় অন্যায়ের বিচার বসে,
এতদিন কোথায় ছিল তোমাদের টিকি??
হ্যাঁ, আমি বিংশ শতাব্দীর নারী,
হাতা-খুন্তির সাথে কলমও ধরতে জানি...
আমি জানি শিল্প-কলা,
তবে কুম্ফু-ক্যারাটেতেও হয়েছি নিপুণা...
নরম হাতে গড়তে পাড়ি ভালোবাসা,
আবার শত্রুর বিনাশে হতে পারি ত্রিশূলধারী মা..
নিজের অস্তিত্বকে বাঁচানোর তাগিদে,
যুগের সাথে হয়েছি আজ সর্বগুণ সম্পূর্ণা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন