বর্ষারাত
কলমেঃ- জয়িতা চট্টোপাধ্যায়
বর্ষার বাদল মেঘের মতো তুমি
আমি বৃষ্টিতে ভিজে একশা
আড়চোখে ওরা পেরিয়ে যায় আমায়
পেরিয়ে যাচ্ছে শ্রাবণ মাসের শেষটা
রিমঝিম হয়ে ঝরে পড়ে সারা দুপুর
বা কখনো ঝমঝম করে গভীর রাত
ঝড় আসে ভীষণ আশঙ্কায়
কাঁপতে থাকে আমার বুকের ছাদ
বিষাদ কালো মেঘ আর গভীর অন্ধকার
আমার পাশে তুমি আর একটা বর্ষা রাত।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন