ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কবিতা


বহুদূরে
কলমেঃ- আমিমোন ইসলাম

যখন শিমুল পলাশ পড়বে ঝরে
তোমার অভিমানের সুরে।
মায়ার খাঁচায় থাকব আমি,
মায়ের কাছে বহুদূরে।

যখন শিউলিরা সব থাকবে পড়ে,
গভীর রাতে গোপন ঝড়ে।
ডাকবে 'কুহু' কোকিলেরা
থাকব আমি বহুদূরে।

যখন জোনাকিরা পড়বে শুয়ে
মৃদু আলোতে মাতিয়ে।
তোমার মুখের আবছা ছবি
আঁকবো বসে বহুদূরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন