ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কবিতা


পরাজিত
কলমেঃ- শুভঙ্কর নস্কর

তোমার প্রেমের গল্পটা আজ শুনবো,
আমার প্রেম নবীন ইতিহাস,
তোমার নামের ব্যাখ্যাটা কী বলবে?
আমার'টা তো এমনিই পরিহাস !

তোমার গল্প মানেই সে তো রঙিন,
হাজার রকম রং বাহারি কথা,
আমার গল্প শুনলে তুমি বলবে
বড্ড ক্লিশে, থাক ওসব যা-তা।

তোমার শৈশব যত্ন আদর মাখা,
আমার সে তো এমনি পথের ধুলায়..
কেটেছে দিন, রাত যাপনের মাঝে,
মস্ত কিছু আজগুবি কল্পনায়।

তোমার মাপের বন্ধু পাওয়া মানে..
আমার মনের মস্ত পৃথিবী,
পাহাড় চূড়ো ছুঁতে পাওয়ার আশায়
হারানো পথে দিশা দেখানো রবি।

তোমার জীবন দুরন্ত-দুর্বারে
ছুটছে দেখো স্বপ্নের'ই হাত ধরে,
আমার জীবন রাহু-কেতুর মাঝে,
গিলছে শুধু চক্রব‍্যূহান্তরে ।

তোমার প্রেমের বিজয় কেতন উড়ুক,
আমার সে তো এমনিই পরাহত,
পিটুইটারি'র এই যে মস্ত খেলায়..
বিজিত কেউ, কেউবা পরাজিত ।।

       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন