ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

কবিতা


সময়ের উত্তর
কলমেঃ- সাত্যকি সর্বাধিকারী

দম্ভ একদিন শেষ হবে, পরাজয়ের গ্লানি
এসে অহংকারকে গ্ৰাস করবে,
তুমি দাঁড়িয়ে দেখবে
মাটির প্রতিটা কণা পায়ের নীচ থেকে যেন
ক্ষয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, ভেসে যাচ্ছে;
ভাসছো তুমিও,
ঔদ্ধত্যের তনুত্রাণ আজ 
হারিয়ে গেছে তোমায় ছেড়ে,
পায়ের নীচে পড়ে থাকা ধুলিকণাও
যেন আজ মাথার ওপরে ভেসে বেড়াচ্ছে;
গাছের শাখা থেকে বিতাড়িত কিছু
শুকনো হলুদ পাতার ন্যায়
তুমি পড়ে আছো,
চোখের সামনে সব আবছা;
সব প্রশ্নের উত্তর তো তোমার জানাই ছিল,
জানতে না শুধু এটাই,
খাঁচার ভিতর পাখিকে আটকে রাখা যায়,
সময়কে নয়।।

৩টি মন্তব্য: