নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ১৮ মে, ২০১৮

একবার হলেও

একবার হলেও বলবে আমায় চাও,
একবার হলেও চেনা হাতে ছুঁয়ে দাও,

মফস্বলের সন্ধ্যা জুড়ে চায়ে কাপে,
অভিমানের বস্তা বোঝাই,বৃষ্টি আনে,

সব ঝুটঝামেলা পেরিয়ে এসে কবিতা লেখা,
ভাল্লাগে না,প্রেমিক আজকাল তুমি বড্ড ন্যাকা,

উইন্ডস্ক্রিনে জল জমেছে,ঝাপসা কাঁচ,
শহর জুড়ে জ্বলছে দেখো প্রেমের আঁচ,

শহর যখন লাভ জিহাদের আঁচড় কাটে,
কবি তখন কবিতা জুড়ে প্রেমিকা খোঁজে ,

ঠিক সকাল হলেই দাঁড়াই আমি রেলিং ধরে,
রোজ তিনটে শালিক ঝগড়া করে উল্টোডাঙার মোড়ে ।।

                             _________ সুরজিৎ রায় (সুরজিৎ বাগ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন