নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ৪ মে, ২০১৮

(আসিফার ধর্ষণ বিষয়ক কবিতা)
    "নিষ্ঠুরতার বিষাক্ত ছোবল"
             গগন ভুঁইমালী

আকস্মিক এক অশ্বনি সংকেত
অসহায় এক কপোত শিশুর চারপাশ জুড়ে,
হলুদ জলজলে বিষাক্ত চক্ষু বিশিষ্ট্য
একদল হিংস্র বনবিড়ালের হানা,
ওদের নিকট তুচ্ছ ক্ষুদ্র প্রানের বেদন কান্না।
ধারালো দন্ত নোখর দ্বারা আঘাত হানলো
ওই অসহায় দুর্বল বক্ষে,
পাবে না এ শিশু রক্ষে।
রক্ত মাংসের ক্ষুধার্ত ওরা তাই,
ভক্ষণে আত্মতৃপ্তি চাই।

নূতন রবিদয়ের অভিনব আলোকের পূর্বে
নিশীথ তমসায় ঘটল,
অণাঘ্রাত আত্মার অকাল লীন।
এ বড় মর্মান্তিক,বিষন্ন ভরা
মর্মকম্পিত প্রসঙ্গ।।..................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন