নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ১৯ মে, ২০১৮

জলফড়িং ওয়েব ম্যাগের পক্ষ থেকে উমা'র টিমের প্রতি আমাদের স্যাব গ্রিন রঙের ভালোবাসা।

 

 


       
    ♥উমা♥
  ------------সুদীপ্ত সেন (ডট.পেন)

হাতে সময় কম চলতে থাকা সময়  থেকে
ইচ্ছে অনেক বেশি বাঁচার ইচ্ছে গুলো রেখে
তবু যেতে হবে জানি যেতে হবে ইচ্ছে ফেলে
অনেক দূরে তোমার থেকে বাবার থেকে
পারবে বাবা থাকতে আমায় ছেড়ে?
দু-ফোটা জল চোখের নীচে ঘনায়
ইচ্ছে হবে পূরণ মা যেগুলো আছে তোমার চোখের কোণায়।
ছুটলো শহর সব কিছু কাজ একপাশ করে
মেয়ে দেখতে চায় কলকাতার দূর্গা পূজো
করতে চায় হইছই সবার সাথে বাবার সাথে
ইচ্ছে পূরণ করতে গেল বাবা
আসবে উমা উমার ইচ্ছেতে
শহর যাবে ঝলমলিয়ে আবার
অকাল বোধন তৈরী করা হবে
একদিকে ইচ্ছে অন্যদিক ঘুরে দাঁড়ানোর সংশয়
আনন্দতে মেয়েকে ধরে বলল বাবা,কেমন কি রে?
তুমি চোখ বুজনা আমি আসব আবার ফিরে!

       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন