ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৫ মে, ২০১৮



@সমাবর্তনে বিশ্বভারত


   গত এক মাস ধরে যে সমাবর্তন নিয়ে এত উচ্ছ্বাস;সেটি অনুষ্ঠিত হয় আজ(২৫.৫.২০১৮)দুই দেশের প্রধানমন্ত্রী মোদিজি ও হাসিনার মিলিত আগমনে৷এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাসহ সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা৷

    বিশ্বভারতীতে সমাবর্তন একটি তাত্পর্যপূর্ণ বিষয়৷স্কুল লেভেল অর্থাৎ পাঠভবন ,শিক্ষাসত্রের সমাবর্তন অনুষ্ঠান প্রতি বছর পৌষ মেলা চলাকালীন সময়ে অনুষ্ঠিত হলেও;উচ্চশিক্ষাস্তরের সমাবর্তন অনুষ্ঠানটি কিছু বছর অন্তর অনুষ্ঠিত হয়৷আজকের অনুষ্ঠানটিও ছাত্রছাত্রীদের বহু আকাঙ্ক্ষিত একটি দিন ৷
যাই হোক অনুষ্ঠানটি মোদি ও শেখ হাসিনার মিলিত আগমনে বেলা ১১টা নাগাদ অনুষ্ঠিত হয় ও দুপুর পর্যন্ত চলে৷অনুষ্ঠানে মোদিজি তার বক্তব্য রাখেন ও রবী ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর আচার্য পদপ্রাপ্তির গর্ব অনুভব করেন৷এবং বিশ্বভারতীর ঐতিহ্য মতো সাদা পাঞ্জাবী , পাজামা ও সাদা শাড়ি পড়া ও সঙ্গে উত্তরীয় থাকা কয়েকজন ছাত্রছাত্রীকে সপ্তপর্ণী পাতায় অভিষিক্ত করা হয় এবং অনুষ্ঠান  এর সমাপ্তি ঘটে৷

     যদিও শেখ হাসিনা ও মোদির অন্য আর একটি উদ্দেশ্য ছিল বিশ্বভারতীর নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন ৷এ ভবনে নির্মিত হয়েছে আধুনিক  থিয়েটার, প্রদর্শনী  কক্ষ ও বিশাল  লাইব্রেরী ৷ লাইব্রেরীতে
 সাহিত্য সংস্কৃতি,ইতিহাস ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতের স্বাধীনতার ইতিহাসসহ ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক ৷

       এতসব অনুষ্ঠান উত্তরনের পর আজকের দিনটি প্রাক্তনী ও ছাত্রছাত্রীদের কাছে ছিল উপভোগ্য৷প্রাক্তনীদের কাছে আজকের দিনটি ছিল হারিয়ে পাওয়া কোনো এক ক্ষণ৷আমি যেহেতু বিশ্বভারতীর একজন ছাত্রী এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম ,তাই আজকের দিনটি আমার কাছেও একটি উপভোগ্য দিন ছিল৷
           
#অমিয়া গড়াই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন