ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৯ মে, ২০১৮

রেনবো জেলির প্রতি জলফড়িং ওয়েব ম্যাগের পক্ষ থেকে রেনবো রঙের ভালোবাসা পাঠালাম আগেই,  সবার কাছে পৌঁছে যাক আর সবাই উপভোগ করুক রেনবো জেলির রঙ এই কামনা । সবাই দেখে নিও মুভিটা, একটা সুন্দর ভাবনার আউটস্ট্যান্ডিং মুভি হবে গান দেখলেই বোঝা যায়।

♦♪ভাবো তো rotation না হলে কী হতো♪♦

[ আর স্পেশালি ঘোঁতনের প্রতি আমাদের ভালোবাসা থাকলো এই লেখা দিয়ে, লেখাটি লিখেছে ডট.পেন। ]

 


 | রেনবো জেলি |
   ------------------ডট.পেন
সব রঙ ভেঙে যায় সাদাতে
ভেঙে গিয়ে মিশে যায় ঘোঁতনের দেখাতে,
ওরা ভেঙে গেছে আর মিশে গেছে, মিশে গেছে ঘোঁতনও
ওরা কথা বলে আমরা বলি না, বলে না ঘন্টার টিফিনও,
তবু তারা পেতে চাই আমাদের, পেতে চাই দূর দেশে তারাদের
হ্যাঁ তারাদেরও পেতে চাই, কাছে চাই জননী
ফিরে ফিরে তাকাতেই মিলে গিয়ে ভোর হয়,
পরদিন সূর্যতে উঠে বলে আজও মাকে আনোনি?
যাই হোক কেটে যায় দিন তার, কেটে যায় রাত টাও...
জানলায় দেখা পাই রোজদিন কেটে যায় হাত ধরা মেয়েটাও
ঘুড়ি গুলো ঘোঁতনের বহু দূর উড়ে যায় আকাশে,
তবু  রাত শুধু বিছানায় মা হীন পরে থাকে ফ্যাকাসে
পরে থাকে ইচ্ছেরা আর কিছু চাহিদা, একদিন কী পেলো দেখে যাও...
দেখো দেখো রেনবো হয়ে গেছে ঘোঁতনের কাছে থাকা জেলিটাও!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন