তোমার জন্য
---------------------
ঋতুপর্ণা ব্যানার্জী
২৯/০৪/১৮
তোমাকে পৌঁছে দিতে নীলসূর্য গিয়েছে অস্তাচলে
সন্ধ্যা নামে ধূর্ত চাঁদের আলোয়,লোলুপ শ্বাপদেরা বেপরোয়া হাত বাড়ায় রাতের কলিংবেলে
ব্যাভিচারী নগ্ন গাছেরা বেহিসেবী পাতা ঝরায় অবিরত।
তুমি কি দেখেছো
বই এর ভাঁজে থাকা ফিনিক্স প্রেমের গোলাপ ফসিল? দেখেছো কি বেওয়ারিশ বালুচরে আঁকা জ্যামিতিক বিবর্ণ দলিল?
কয়েন ছোঁড়া দূরত্বে ছেঁড়া আঁচলের এক যুবতী হৃদয়
আগুনে হরফে তোমারই নাম লেখে...
জরা আগলে বসে থাকে পদ্মকাঁটায়!
তুমি জানো কি?
চুপ স্টেশনের প্ল্যাটফর্মে
চুপ কথারাও তোমাকেই খোঁজে...!!
মেঘে ঢাকা তারাদের গান শোনা যায় নিশাচরের রিংটোনে....শুধু তোমারই জন্য; তুমি কি জানো??
---------------------
ঋতুপর্ণা ব্যানার্জী
২৯/০৪/১৮
তোমাকে পৌঁছে দিতে নীলসূর্য গিয়েছে অস্তাচলে
সন্ধ্যা নামে ধূর্ত চাঁদের আলোয়,লোলুপ শ্বাপদেরা বেপরোয়া হাত বাড়ায় রাতের কলিংবেলে
ব্যাভিচারী নগ্ন গাছেরা বেহিসেবী পাতা ঝরায় অবিরত।
তুমি কি দেখেছো
বই এর ভাঁজে থাকা ফিনিক্স প্রেমের গোলাপ ফসিল? দেখেছো কি বেওয়ারিশ বালুচরে আঁকা জ্যামিতিক বিবর্ণ দলিল?
কয়েন ছোঁড়া দূরত্বে ছেঁড়া আঁচলের এক যুবতী হৃদয়
আগুনে হরফে তোমারই নাম লেখে...
জরা আগলে বসে থাকে পদ্মকাঁটায়!
তুমি জানো কি?
চুপ স্টেশনের প্ল্যাটফর্মে
চুপ কথারাও তোমাকেই খোঁজে...!!
মেঘে ঢাকা তারাদের গান শোনা যায় নিশাচরের রিংটোনে....শুধু তোমারই জন্য; তুমি কি জানো??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন