(আজ এখনই প্রবল ঝড় বৃষ্টিতে আমার ছোট্ট অনুভূতি)
______মেঘদূত
সুনন্দ মন্ডল
বৃষ্টি তুমি মেঘের পাঠানো দূত!
ছেড়ে এলে কালো আকাশ,
মর্ত্যলোকের আঙিনায়।
উষ্ণ বায়ু হালকা হয়ে খবর দিলো তোমায়
তুমি ভেজালে রুক্ষ মাটি,
মনের খরা করলে দূর বাসনায়।
দিগন্ত ঘিরেছে অশান্ত ঝড়
ধূলি ওরে এ-ঘর ও-ঘর,
পরিবেশে এলে তুমি দূত হয়ে।
গন্ধ ভেসে এলো সৃষ্টির উচ্ছ্বাসে
ধুয়ে দিলে অমলিনতা
ঝড়ের প্রতিহিংসার দাবানলে।
বৃষ্টি তুমি মেঘের পাঠানো দূত!
নিয়ে এলে খই ছড়ানো শীতল ভালোবাসা,
প্রাণের নব আনন্দে কলকল্লোল।
বৃষ্টি তুমি ছুঁলে সকল মনের তপ্ততা,
জড়িয়ে নিলে কালিমা সকল!
উপহার দিলে তকতকে গৃহের দুয়ার।
---------------
কাঠিয়া,মুরারই, বীরভূম
______মেঘদূত
সুনন্দ মন্ডল
বৃষ্টি তুমি মেঘের পাঠানো দূত!
ছেড়ে এলে কালো আকাশ,
মর্ত্যলোকের আঙিনায়।
উষ্ণ বায়ু হালকা হয়ে খবর দিলো তোমায়
তুমি ভেজালে রুক্ষ মাটি,
মনের খরা করলে দূর বাসনায়।
দিগন্ত ঘিরেছে অশান্ত ঝড়
ধূলি ওরে এ-ঘর ও-ঘর,
পরিবেশে এলে তুমি দূত হয়ে।
গন্ধ ভেসে এলো সৃষ্টির উচ্ছ্বাসে
ধুয়ে দিলে অমলিনতা
ঝড়ের প্রতিহিংসার দাবানলে।
বৃষ্টি তুমি মেঘের পাঠানো দূত!
নিয়ে এলে খই ছড়ানো শীতল ভালোবাসা,
প্রাণের নব আনন্দে কলকল্লোল।
বৃষ্টি তুমি ছুঁলে সকল মনের তপ্ততা,
জড়িয়ে নিলে কালিমা সকল!
উপহার দিলে তকতকে গৃহের দুয়ার।
---------------
কাঠিয়া,মুরারই, বীরভূম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন