-: সংযত অভিমান :-
সাজিয়ে ভালোবাসার নৈবেদ্য,
প্রস্ফুটিত হৃদয়ের হয়েছে সূর্যাস্ত
বাস্তব লোকারণ্যের ভীড়ে মিশেছে অতীতখানি,
অনুতাপে মগ্ন বিষন্ন জীবনকাহিনী
নিয়ে বিদ্ধেষী অচেতন আসক্তি,
টূকরো স্মৃতির ঢেউয়ে পরকালের অবনতি
জাগরনের জন্য অপেক্ষায় পথ চলা,
কাঁপে আত্মা কাঁপে পদতলা
লক্ষ্যকে সামনে রেখে আরোও এক প্রচেষ্টা,
ঝুঁকেছি নিরবে নিভৃতে বুঝবে কি সে কষ্টটা ।
-অলক দেবনাথ
সাজিয়ে ভালোবাসার নৈবেদ্য,
প্রস্ফুটিত হৃদয়ের হয়েছে সূর্যাস্ত
বাস্তব লোকারণ্যের ভীড়ে মিশেছে অতীতখানি,
অনুতাপে মগ্ন বিষন্ন জীবনকাহিনী
নিয়ে বিদ্ধেষী অচেতন আসক্তি,
টূকরো স্মৃতির ঢেউয়ে পরকালের অবনতি
জাগরনের জন্য অপেক্ষায় পথ চলা,
কাঁপে আত্মা কাঁপে পদতলা
লক্ষ্যকে সামনে রেখে আরোও এক প্রচেষ্টা,
ঝুঁকেছি নিরবে নিভৃতে বুঝবে কি সে কষ্টটা ।
-অলক দেবনাথ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন