নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

-:মোপেট:-

তোমার জন্য আজ গন্তব্যে পাড়ি
তুমি আমার একমাত্র শ্রদ্ধা,
তোমার গতিতে আমি বাকরুদ্ধা,
বলুক লোকে তুমি নিকৃষ্ট,
আমার কাছে তুমি উৎকৃষ্ট,
সৌজন্য লহমায় তুমিই শ্রেষ্ঠ
আছে তোমাতে অন্তরঙ্গের ছায়া
তুমি পিতাশ্রীর যান্ত্রিক মায়া,
তোমাকে নিয়ে তাই শ্রদ্ধাজ্ঞাপন
করেছি তাই হৃদয়ার্জন,
শিশুসুলভ মন দিয়ে।
    -অলক দেবনাথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন