2.) রক্তিম অভিবাদন
----রুনা দত্ত
সমকামী আর সমকামিতা এক নতুন বোধের
অনুরণন,
মনের অলিন্দে ঘটে যাওয়া এক নিঃশব্দ নীরব
বিস্ফোরণ।
শরীর তো মনেরই অনুসারী,মনের ভেতরেই এই
ভাবনার রূপান্তর,
মন অভিমুখী শরীর নিয়েই তাই যেন সমকামী
মানুষটির জন্মান্তর।
আর দশটা মানুষের মতোই সমকামী মানুষরাও
ভীষণভাবে মানবিক মানুষ,
মানুষের মতোই স্নেহ মায়া মমতার বন্ধনে খুঁজে
নিতে চায় একমুঠো সুখ।
পৃথিবীর খোলা আকাশে মেলে দিতে চায় আপন
মনের যতো ভাবনা,
ভালোবেসে ভালোবাসার মানুষকে কাছে টেনে
নিতেও নেইযে কোনো দোটানা।
আমরাও যুগ থেকে যুগান্তরের পথে হেঁটে চলেছি
আজ আধুনিকতার পথ বেয়ে,
তাহলে কেন এতো সংকোচ কেন এতো দ্বিধা
সম্পর্কেরএই নতুন সমীকরণে।
ভালোবাসা, প্রেম অতীতে বা বর্তমানে কোনদিনই
মানেনি কোন বাঁধন,
তাহলে কেন অযথা বিধিনিষেধের কড়াকড়ি কেন
এই নির্লজ্জ শাসন।
সমাজ, মানুষ এবার তোমরা ভাবনায় চেতনায়
একটু আধুনিক হও,
সমকামীরাও মানুষের মতোই মানুষ ,এ বিশ্বাসে
সাহসী হাতদুটো বাড়াও।
ভালোবেসে উদার মনে এনতুন সম্পর্ককে করো
আজ গ্রহণ,
মুক্তমনা হয়ে সমকামী মানুষদের জানাও উজ্জ্বল
রক্তিম অভিবাদন।
----রুনা দত্ত
সমকামী আর সমকামিতা এক নতুন বোধের
অনুরণন,
মনের অলিন্দে ঘটে যাওয়া এক নিঃশব্দ নীরব
বিস্ফোরণ।
শরীর তো মনেরই অনুসারী,মনের ভেতরেই এই
ভাবনার রূপান্তর,
মন অভিমুখী শরীর নিয়েই তাই যেন সমকামী
মানুষটির জন্মান্তর।
আর দশটা মানুষের মতোই সমকামী মানুষরাও
ভীষণভাবে মানবিক মানুষ,
মানুষের মতোই স্নেহ মায়া মমতার বন্ধনে খুঁজে
নিতে চায় একমুঠো সুখ।
পৃথিবীর খোলা আকাশে মেলে দিতে চায় আপন
মনের যতো ভাবনা,
ভালোবেসে ভালোবাসার মানুষকে কাছে টেনে
নিতেও নেইযে কোনো দোটানা।
আমরাও যুগ থেকে যুগান্তরের পথে হেঁটে চলেছি
আজ আধুনিকতার পথ বেয়ে,
তাহলে কেন এতো সংকোচ কেন এতো দ্বিধা
সম্পর্কেরএই নতুন সমীকরণে।
ভালোবাসা, প্রেম অতীতে বা বর্তমানে কোনদিনই
মানেনি কোন বাঁধন,
তাহলে কেন অযথা বিধিনিষেধের কড়াকড়ি কেন
এই নির্লজ্জ শাসন।
সমাজ, মানুষ এবার তোমরা ভাবনায় চেতনায়
একটু আধুনিক হও,
সমকামীরাও মানুষের মতোই মানুষ ,এ বিশ্বাসে
সাহসী হাতদুটো বাড়াও।
ভালোবেসে উদার মনে এনতুন সম্পর্ককে করো
আজ গ্রহণ,
মুক্তমনা হয়ে সমকামী মানুষদের জানাও উজ্জ্বল
রক্তিম অভিবাদন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন