ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

" কালো নৌকোর মাঝি "
           গগন ভুঁইমালী
আঘাত হানলো ঢেউ এসে হঠাৎ কালো নৌকোর বুকে,
যার মাঝি ছিল গভীর ঘুমের মধ্যে ঘুম ছিল প্রেমিের মত মাঝির চোখে ।
চোখে ঘুম মৃদু বাতাস
এবং ঢেউয়ের হাহাকার,
সাদা কালো স্বপ্ন বিভোরে
দুটি চোখে অতি ঘোর অন্ধকার।ব্যাকুল হাওয়া খেলছিল নীল পালের সনে,
কালের কিছু চাওয়া পাওয়া
রয়েছে মাঝির চোখের স্বপ্নে।
আঘাত হানলো ঢেউ এসে কালো নৌকোর বুকে,
আঘাত লাগল হঠাৎ
মাঝির নরম বুকে ।
যার মাঝি ছিল তখনও
গাঢ় ঘুম ঘোরে,
ক্রমাগত নৌকো চলে
সুগভীর ঘুম, ধূসর কুয়াশার ভিতরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন